বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুরু হয়েছে।
গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২০ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ আতাউর রহমান, সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি নওগাঁ।
উক্ত প্রশিক্ষণ কোর্সে নওগাঁ জেলার বিভিন্ন ক্যাটাগরির আগ্রহী ও সম্ভাবনাময় ৩৫ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তার মধ্যে অধিকাংশই নারী উদ্যোক্তা। এ প্রশিক্ষণ কর্মসূচি ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ হতে ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত চলবে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শামীম হোসেন, উপ-ব্যবস্থাপক, শিল্প সহায়ক কেন্দ্র বিসিক নওগাঁ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স কর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আনোয়ারুল আজিম সম্প্রসারণ ও শিল্প নগরী কর্মকর্তা, বিসিক, নওগাঁ।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা