আজ শুক্রবার রাজধানীর উত্তরা মডেল টাউনে অনুষ্ঠিত হলো “চামড়া শিল্পে অদম্য বাংলাদেশ” শীর্ষক উদ্যোক্তা সেমিনার, যার আয়োজক পিপলস লেদার ট্রেনিং সেন্টার। মুজিব শতবর্ষ উপলক্ষে বিসিক স্কিটির বিজয় মেলায় আগত উদ্যোক্তা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা ও কর্মীরা এই আয়োজনে অংশগ্রহন করেন। মূলত করোনাকালীন সংকটের সময়ে পিছিয়ে পরা উদ্যোক্তাদের আবারো নতুন করে স্বপ্ন দেখাতে ও স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটতে আরো অনুপ্রাণিত করতেই এই সেমিনারের আয়োজন।
পিপলস লেদার ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান জাতীয় এসএমই পুরস্কার প্রাপ্ত সফল নারী উদ্যোক্তা রেজবীন হাফিজ দীর্ঘদিন ধরে বিভিন্ন নবীন উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। অসংখ্য উদ্যোক্তা ও কর্মী তার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। করোনার সংকটের দীর্ঘ বিরতির পর প্রশিক্ষনার্থীদের আবারো উজ্জীবিত করতেই এই সেমিনারের আয়োজন।
চামড়াশিল্প বর্তমানে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ও রপ্তানিযোগ্য পণ্য। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানান প্রতিকূলতার মধ্যেও গত অর্থবছরে পোশাকশিল্পের পরে সর্বোচ্চ ১০১ কোটি ৯৭ লাখ ডলারের রপ্তানি আয়ের মাধ্যমে চামড়া শিল্প রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। চামড়া খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেশীয় অর্থনীতিতে বৈচিত্র্য আনয়নকল্পে বিকল্প খাত হিসেবে চামড়া শিল্প নজরদারি পাওয়ার ক্ষেত্রে অধিক দাবিদার। চামড়া শিল্পের বিকাশ বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে সক্ষম, অধিক সমন্বয় ও সুষ্ঠু ব্যবস্থাপনা এ সম্ভাবনাময় খাতটিকে দেশের অর্থনীতির দুঃসময়ের কান্ডারি করে তুলবে বলে বিশ্বাস করেন এই সেক্টরের গুণীজনরা।
সেমিনার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান জনাব মোশতাক হাসান (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাজী রওশন আরা সুমী, মোঃ আব্দুল মালেক, মোঃ গোলাম শাহনেওয়াজ, সবুর আহমেদ, একেএম মুশফিকুর রহমান, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সৈয়দ জাফর ইকবাল। পুরো আয়োজনটির সভাপতিত্ব করেন পিপলস ফুটওয়্যারের সত্বাধিকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান।
সাদিয়া সূচনা