শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য ডিজিটাল উপায়ে তরুণদের ক্ষমতায়ন করা প্রয়োজন।

বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত উদ্ভাবনী তরুণদের জন্য ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স-এর চতুর্থ আসরের গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘তরুণদের মধ্যেই একটি জাতির মূল শক্তি ও সম্পদ নিহিত থাকে। তাই আমাদের দায়িত্ব হলো এমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা বিকশিত হবে ও তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে পারবে। দৃষ্টান্তমূলক এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মূল্যবান সুযোগ দেওয়ার জন্য আমরা বাংলালিংক-কে ধন্যবাদ জানাই।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের নিয়ে গঠিত মোট পাঁচটি দল তাদের পরিকল্পনা উপস্থাপন করে। উপস্থাপিত পরিকল্পনাগুলি মূল্যায়নের পর সেরা তিনটি দলের নামে ঘোষণা করে প্রতিযোগিতার বিচারকরা।

স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের উপর পরিকল্পনা দিয়ে প্রথম স্থান অর্জন করে টিম ডিকোড। প্রথম রানার আপ টিম হোয়াইট কলার ক্রু ও দ্বিতীয় রানার আপ টিম ব্লিঙ্ক গেমিং প্ল্যাটফর্মের উপর তাদের পরিকল্পনা উপস্থাপন করে।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘এই কর্মসূচির চতুর্থ আসর সাফল্যের সাথে সমাপ্ত করার পাশাপাশি বিজয়ীদের নাম ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্ভাবনী তরুণদের প্রয়োজনীয় সুযোগ দেওয়া গেলে তারা নিজেদের প্রতিভা বিকাশ করতে পারেবে।’

তিনি বলেন, ‘আর্থ-সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উদ্ভাবনী ডিজিটাল পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারবে। আজ তারা যে স্বীকৃতি পাচ্ছে তা আগামী দিনে অবশ্যই তাদের আরও বেশি উদ্ভাবনী হতে অনুপ্রেরণা যোগাবে।’

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য এবার প্রায় ১৬ হাজার তরুণ-তরুণী আবেদন করে। সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে বাছাইকৃত প্রতিযোগীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও আরও কিছু কার্যক্রমে অংশগ্রহণ করে দক্ষতা বৃদ্ধির সুযোগ পায়।

এই তিনটি দলের সদস্যরা পাবে “স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম”-এর “অ্যাসেসমেন্ট সেন্টার”-এ সরাসরি যোগদানের সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়া সেরা পাঁচটি দলের সদস্যরা বাংলালিংক-এর “অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম(এআইপি)”-এ সরাসরি যোগদান করার পাশাপাশি “লার্ন ফ্রম স্টার্টআপস” ও “ক্যাম্পাস টু কর্পোরেট”-এ অংশগ্রহণ করতে পারবে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, ‘প্রযুক্তি-কেন্দ্রীক চিন্তাধারা, উদ্ভাবনী পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মহামারির বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও বাংলালিংক ইনোভেটর্স আয়োজন করতে সক্ষম হয়েছি। প্রতিভাবান তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আমরা এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই। প্রতিযোগিতাটি ইতোমধ্যে অনেক অংশগ্রহণকারীকে সাহায্য করে তাদের স্বপ্নপূরণে ভূমিকা রেখেছে।’

এছাড়াও এই আয়োজনে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন ভিওন-এর গ্রুপ চিফ পিপল অফিসার এলেনা সুতিক, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

২০১৭ সালে চালু হওয়ার পর থেকে বাংলালিংক ইনোভেটর্স প্রতি বছর নিয়মিত আয়োজিত হয়ে আসছে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here