জাতীয় নেতাদের সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

0

জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকায় জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

সেসময় তিনি ফাতেহা পাঠ করেন ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘৩ নভেম্বরের জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে আরও একটি কলঙ্কজনক অধ্যায়। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর ৩ নভেম্বর কারাগারের ভেতর জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে খুনিরা ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্রে চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা করেছিল।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

সেসময় তিনি খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here