খুলনায় ১৫ দিনব্যাপী শুরু হচ্ছে ‘বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১’

0

দ্বিতীয়বারের মতো ‘বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১’ আয়োজন করতে যাচ্ছে
বিসিক জেলা কার্যালয়, খুলনা।

বিসিক উদ্যোক্তা পরিবার, খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন পণ্য মেলায় পণ্য প্রদর্শনী ও বিক্রয় বিক্রয়ের সুযোগ থাকবে।

আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী মেলা চলবে। ১৬ আগস্ট সকাল ১০ টায় জুম অ্যাপের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।

অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন ঘোষণা করবেন বিসিক চেয়ারম্যান, মো. মোশতাক হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

বিসিক আঞ্চলিক কার্যালয়, খুলনা’র উপ মহাব্যবস্থাপক আবির হোসেন উদ্যোক্তা বার্তা’কে জানান, ‘মেলায় অংশ নিয়ে উদ্যোক্তারা অন্যের পণ্য সম্পর্কে জানতে এবং নিজের পণ্য সম্পর্কে অন্যদের জানানোর সুযোগ পাবেন। দেশ অথবা দেশের বাইরে থেকে অনলাইনে উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করতে পারবেন। মেলায় স্টল বরাদ্দের জন্য কোনো ফি নেই, উদ্যোক্তাদের জন্য সম্পূর্ন বিনামূল্যে মেলার আয়োজন করা হয়েছে’।

মেলায় যে সকল উদ্যোক্তাগণ স্টল বরাদ্দ নিতে চান তারা নিচের লিংকে গিয়ে আবেদন করুন- https://forms.gle/Yf8BBEXTJWGMwa3Z7
এমেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ ভবিষ্যতে বিসিকের অন্যান্য কর্মকাণ্ডে বিশেষ অগ্রাধিকার পাবেন।

সাইদ হাফিজ
উদ্যোক্তা বার্তা, খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here