করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা রাজশাহী মহানগরীতে বসবাসরত নিম্নআয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার দৌহিত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এ লক্ষ্যে তিনি নগরীর দরিদ্র প্রায় এক হাজার পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, ভোজ্যতেল, আলু, সাবানসহ নানা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিসটেন্সের (এফডব্লিউসিএ) এর ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের এমন উদ্যোগের সার্বিক সহযোগীতা করছেন রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা: মহিবুল হাসান।
রাসিক মেয়র কন্যা ডাঃ অর্ণা জামান বলেন, যাঁরা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল তাঁরা এ সময় কিছুই করতে পারছেন না। মূলত তাদের জন্যই আমদের এই ছোট্ট প্রয়াস। এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে আমরা সব সময় আছি। এছাড়াও করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষেরা যতদিন গৃহে অবস্থান করবেন, ততদিন আমরা তাদের কাছে খাবার পৌঁছে দেব।
খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা: মহিবুল হাসান, এফডব্লিউসিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুর রহমান, নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম প্রমুখ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুন মবিন সবুজ প্রমূখ।
রাজশাহী থেকে
মোঃ মোজাফফর হোসেন মাসুম