উদ্যোক্তা সম্মাননা পেলেন ১৭ জন উদ্যোক্তা

0

উদ্যোক্তা সম্মাননা ২০২০’ পেয়েছেন ১৭ জন উদ্যোক্তা। ২৫০ এর বেশি মনোনয়ন থেকে বিচারক মন্ডলী ৬টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৯টি উদ্যোক্তা সম্মাননার জন্য নির্বাচিত করেছেন। এছাড়া সৃজনশীল ও পরিশ্রমী উদোক্তা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে দুইটি উদ্যোগকে।

শনিবার ৯ অক্টোবর রাতে রাজধানীর ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশীপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ৮ম বারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।

উদ্যোক্তা সম্মাননা ২০২০ এর সমন্বয়ক প্রমি নাহিদ জানান- ২০২০ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১৭টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে।

উদ্যোক্তা সম্মাননা ২০২০ তে নবীন উদ্যোক্তা স্মারক পেয়েছেন ওয়ার্কষ্টেশন ১০১ লিমিটেড, নুরেন্সী ডিজিটাল, নিমস্তা হোস্ট,নিউট্রিপ্রেনার বাংলাদেশ, ইচ্ছে ইনিশিয়েটিভ ও স্বাদে ১৬ আনা।

উদ্যোক্তা স্মারক ২০২০ পেয়েছেন ক্রিয়েটিভ সফট টেকনোলজী লিমিটেড, নবারুন ইন্টারন্যাশনাল, চুইঝাল, বিটিএমইই ফুড প্রোডাক্টস, উপেকার, এক্সট্রা মাইল এইজ কেয়ার, টেক্সট, নিলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ও বিডিপ্রেনার।

এর মধ্যে সৃজনশীল উদ্যোক্তার জন্য ফ্লিট বাংলাদেশ কে নুরুল কাদের সম্মাননা ও পরিশ্রমী উদ্যোক্তার জন্য ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটকে ইউসুফ চৌধুরী সম্মাননা প্রদান করা হয়েছে।

উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান, লাইটক্যাসেল পার্টনারস এর ডিরেক্টর শওকত হোসেন, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার।

এবারের আয়োজনের পার্টনার ছিলো ছিলো ই-কুরিয়ার লিমিটেড, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নিজলক্রিয়েটিভ ফটোগ্রাফি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ও ইউনিওয়ার্ল্ড হোল্ডিংস লিমিটেড।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here