২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণে ব্যাংকে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা তা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পরিপত্র অনুযায়ী, যাদের করারোপযোগ্য আয় নেই শুধুমাত্র তারাই এ সুবিধা পাবেন। এতদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে এ সুবিধা পাওয়া যেতো।
ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেছেন, খুবই ভালো উদোগ। তবে পরিপত্রটি আরও স্পষ্ট হলে ব্যাংক ও ব্যবসায়ীদের জন্য আরও ভালো হতো।
এনবিআরের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিয়ম কিছুটা শিথিল হয়েছে। এর ফলে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল আর বাধ্যতামূলক থাকছে না।
ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের শর্তসাপেক্ষ ছাড় আগমী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে এনবিআর জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা