২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে পড়া এক তরুণী। বেড়ে ওঠা স্বল্প আয়ের পরিবারে। দু-বোন নিজেদের জামা টেইলরিং এ বানাতে দিয়ে দেখলেন খরচটা অনেক বেশি। তারা ভাবলেন টেইলরিং এর কাজ শিখে নিজেরাই নিজেদের ড্রেস বানাবেন। ভাবনা থেকেই যুব উন্নয়ন অধিদপ্তরে টেইলরিং এর ওপর ট্রেনিং নিলেন

পড়াশোনা শেষ হলে বাবা মেয়েকে চাকরির কথা বলতেন। ফরিদা ভাবলেন টেইলরিং এর ট্রেনিংটাকে কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা। সে সময় একদিন ফেসবুকে দেখতে পেলো বেকার গ্র‍্যাজুয়েটদের জন্য বি’ইয়া ( বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ এডভাইস এন্ড হেল্পসেন্টার) একটি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে।৷ ফরিদা উদ্যোগ উন্নয়ন, ব্যবসা নির্বাচন ও ব্যবসা পরিচালনার উপর ট্রেনিং নেন।

একজন পার্টনার এবং ১০০০ টাকা নিয়ে ঘরেই শুরু করলেন কাপড়ে শুরু করলেন, ব্লক, টাইডাই, এম্ব্রয়ডায়রি এবং স্ক্রিন প্রিন্ট এর কাজ। ২০১৭ সালে বাসার ছাদে দিলেন একটি কারখানা৷ ইতিমধ্যে বি’ইয়া থেকে পান বেস্ট স্টল ও তরুণ উদ্যোক্তা পুরষ্কার। বর্তমানে ১০ জন কর্মীর কর্মসংস্থান করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ব্যবসা পরিচালনা করছেন তরুণ উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here