শত নারী উদ্যোক্তাকে নিয়ে অনুষ্ঠিত হলো মিলন মেলা ২০২৩। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে সোমবার (২০ মার্চ) দিনব্যাপী মেলাটির আয়োজন করে হিরোইন বিডি গ্রুপ।
নারী উদ্যোক্তাদের নানাবিধ প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের উপর মেলায় আলোকপাত করা হয়।
আয়োজক নাজমুল নাহার হেনা জানান, ‘হিরোইন বিডির লক্ষ্য হলো যারা নারী উদ্যোক্তা আছেন তাদের সেলস এবং মার্কেটিং স্কিল ডেভেলপমেন্টে কাজ করা। এই গ্রুপে তিনশর বেশি নারী উদ্যোক্তা যুক্ত আছেন। প্রান্তিক পর্যায় থেকে বিভিন্ন দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তারা আমাদের সাথে যুক্ত। আমরা চেষ্টা করছি এ নারী উদ্যোক্তাদের একটি আমব্রেলার নিচে নিয়ে আসা, তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মূল লক্ষ্য হলো আমরা এক্সপোর্ট মার্কেটিংয়ে যাব। সে লক্ষ্যেই এই মিলন মেলায় সবাইকে এক ছাদের নিচে এনে পরিচিত করার চেষ্টা করেছি।।’
মিলন মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা শায়লা আখন্দ বলেন: আমি আমি মূলত কাজ করি বিভিন্ন রকমের বিলুপ্ত হয়ে যাওয়া খাদ্যপণ্য নিয়ে। এখানে বিভিন্ন ধরনের স্টেশন দেওয়া হয়েছে, এছাড়াও উদ্যোক্তারা একজন একজনের সাথে পরিচিত হয়েছেন। পণ্য নিয়ে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়েও পরামর্শ পাওয়া গেছে।
উদ্যোক্তা সাহিদা পারভিন বলেন, ‘আমি ১২ বছর ধরে জুড প্রোডাক্ট নিয়ে কাজ করছি । এখানে আসার কারণ হলো সেলস অ্যান্ড মার্কেটিং বিষযয়ে আলোচনা। যে নারী উদ্যোক্তারা অনেক বিষয়ে জানেন না, তারা এই আয়োজনের মাধ্যমে উপকৃত হয়েছেন।’
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা