দক্ষিণবঙ্গের সর্বাধুনিক মেগাস্ট্রাকচার যশোরের বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ‘রহমান চেম্বার’ যেখানে ১৭ নভেম্বর ২০১৯ ইং তারিখে আনুষ্ঠানিক ভাবে পথা চলা শুরু করলো জনপ্রিয় ইতালিয়ান ব্র্যান্ড ‘লোটো’। লোটো আউটলেটের শুভ উদ্বোধন উপলক্ষে এ-দিন বিকাল ৪টায় রহমান চেম্বারে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বিশেষ অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, লোটোর এরিয়া ম্যানেজার মোঃ মুনির হোসেন, রহমান চেম্বারের স্বত্ত্বাধিকারী সাহিদা রহমান সেতু সহ আরো অনেকে।
লোটোর এরিয়া ম্যানেজার মোঃ মুনির হোসেন বলেন, ‘এখানে আমরা শুধু ব্যবসায় করতে আসিনি, এখানকার সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা অংশগ্রহণ করতে চাই’।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘আমি লোটো-কে স্বাগত জানাই এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদান করব’।
আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে লোটো আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে আগত সাধারণ অতিথিবৃন্দ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মনে করেন এর মধ্যদিয়ে বেনাপোল বন্দরে আর এক নতুন মাত্রা যোগ হলো।
সাইদ হাফিজ
বেনাপোল প্রতিনিধি, উদ্যোক্তা বার্তা