নারী সমাজের নিষ্ঠা, উদ্ভাবনী শক্তি ও শ্রম নিপুণতার কল্যাণে অর্থনীতির মূল স্রোতে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। বাংলাদেশের সমাজের নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সফল। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভাবনাময়ী ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নারী নেত্রী ঐক্য সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিট্যান্স (এফডব্লিউসিএ) এর কার্যলয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, মাইডাস বাংলাদেশ ও কানাডিয়ান সরকারের সহযোগীতায় ও এফডব্লিউসিএ এর আয়োজনে ১৭ দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। মোট ৩০ জন নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

মাইডাস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টের মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইডাস বাংলাদেশের ম্যানেজার ইব্রাহিম হোসেন, এফডব্লিউসিএ রাজশাহীর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম প্রমুখ।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here