uddokta barta

সৃজনশীল ও নতুন উদ্যোক্তা তৈরি করার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিসিক আয়োজিত অমর একুশে মেলা ২০২১।

রোববার রাজধানীর উত্তরার বিসিক স্কিটি সেন্টার প্রাঙ্গনে ১০ দিনব্যাপী আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠান হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

সেসময় তিনি বলেন, এই মেলার মাধ্যমে নতুন ও সৃজনশীল উদ্যোক্তাদের সম্মেলন ঘটেছে। আমরা তাদের নিয়ে কাজ করতে আগ্রহী।

মেলার জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা পিপলস ফুডওয়ার অ্যান্ড লেদারস গ্রুপের সত্ত্বাধিকারী রেজবিন হাফিজ উদ্যোক্তা বার্তাকে বলেন, ছুটির দিন থাকায় আগতদের ভিড় লক্ষ্যণীয় ছিল। মেলায় ভালো বেচাকেনা হয়েছে।

উদ্যোক্তা রেজবিন আরও বলেন, মেলার শেষে প্রতিটি নারী উদ্যোক্তাদের বিসিক থেকে সার্টিফিকেট দেয়া হয়েছে। যাতে উদ্যোক্তা তরুণ-তরুণীরা বেশি আগ্রহের সাথে এগিয়ে যায়।

মেলায় ৬২টি স্টলে সাতটি ক্যাটাগরির পণ্য ছিল। যেমন পাটজাত পণ্য,চামড়াজাত সামগ্রী, পোশাক ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, হ্যান্ডিক্রাফটস কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য প্লাস্টিক ও সিন্থেটিকস পণ্য, মধু ও খাদ্য সামগ্রী হারবাল, বুটিকস এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্য।

এর আগে সকালে পুরো মেলাটি ঘুরে দেখেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, প্রিন্সিপাল অব স্কিটি বিসিক ইঞ্জিনিয়ার শফিকুল আলম ও জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা রেজবিন হাফিজ।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here