উদ্যোক্তা- বের্তুস আলবার্টাস

নতুন করে শুরু করার গল্প শোনাবো আজ একটু অন্যভাবে। গল্পের নায়কের নাম বের্তুস আলবার্টস (Bertus Albertse)। পেশায় একজন ফিটনেস ট্রেইনার, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা। জন্মেছিলেন নিম্নবিত্ত পরিবারে, দারিদ্রতা পারিবারিক অশান্তি সব পার করে এখন একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। বডি ২০ (Body 20) তার হাতে নির্মিত ফিটনেস কোম্পানি। আজ শুনবো তার লেগে থাকার গল্প। শূন্য থেকে টেনে তোলার কথা।

বডি ২০ (Body 20) এর সিইও বের্তুস আলবার্টাসের জন্ম আমেরিকার নিম্নবিত্ত পরিবারে। জন্মের ৯ মাসের মাথায় বাবা-মায়ের ডিভোর্স হয়। এর পর শুরু হয় দারিদ্রতা। তার মা ডিভোর্সের পর তাকে এবং তার বোনকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে পড়েন রাস্তায়। এরপর পুরো পরিবার মাতাল নানার সঙ্গে এ বাড়ি ও বাড়ি করে শেষমেষ রাস্তায়ও কাটিয়েছে। খুব অল্প বয়সেই বুঝে গিয়েছিলেন জীবনে টাকা পয়সা কিংবা সম্পদের গুরুত্বের চেয়ে ব্যক্তির গুরুত্ব বেশি। কেননা খুব অল্প বয়সে তিনি দেখেছেন তাদের পছন্দের খেলনা কিংবা কাপড় তার মা বিক্রি করে দিয়েছেন শুধু খাবারের জন্য।

এমনকি ক্রিসমাস উপলক্ষ্যে পাওয়া তাদের নতুন জামা এবং খেলনাও বিক্রি করে দিতে হয়েছে শুধু ক্ষুধার তাড়নায়। এই ব্যাপারটা এত নিয়মিত হত যে, দোকানদাররা পর্যন্ত তাদের দোকানে ঢুকতে দিতেন না। বের্তুস আলবার্টাস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনই ভুলবো না আমি কোথা থেকে উঠে এসেছি, কিভাবে এসেছি। আমি কখনই ভুলবো না দোকানদারেরা কিভাবে আমার আর আমার বোনের দিকে চেয়ে থাকতো, তাদের চোখে আমি দেখেছিলাম ঘৃণা আর অপমান’।

এত অপমান লজ্জা দেখে তিনি মুখ থুবড়ে পড়েননি। মানুষের কথায় ভেঙ্গে পড়েননি। বিখ্যাত টিভি সিরিজ ‘গেম অফ থ্রোন্স’ এর বিখ্যাত লাইন “ভুলে যেও না তুমি কে, পৃথিবী কখনই ভুলে যাবে না। তোমার অক্ষমতাকে ঢাল হিসাবে ব্যবহার করো, এই ঢাল দিয়ে নিজের ভেতরকে বাঁধ, এই অক্ষমতা আর তোমাকে কাঁদাবে না।” সিরিয়ালের এই কথাগুলো শিখেছিলেন জীবন থেকে। তাই তো ভেঙ্গে না পড়ে শুরু করেছিলেন নতুন করে, অক্ষমতাকে তার ক্ষমতা হিসাবে ব্যবহার করেছেন। নিজে নিজের জীবনের দায়িত্ব নিয়েছেন ধীরে ধীরে।

শুরু করেছেন শরীরচর্চা জীবনের শুরুতেই। নিজের জীবনের দায়িত্ব নিয়ে ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন এখন নিজেই পারবেন নিজের ভাগ্য বদলাতে। তাই তিনি শুরু করেছিলেন প্রচণ্ড পরিশ্রম আর চেষ্টা। তিনি তার জীবনের সেরা বাণীর তালিকায় বলেছিলেন, “তুমি তাই হবে জীবনে যা তুমি বার বার করো। তাই সেরা হওয়ার জন্য আর কিছু না শুধু চর্চা আর চেষ্টার দরকার।” তিনি বলেন, তিনি তার পুরো জীবনে এই কথাটাই মেনে চলেছেন। ফলাফল ও পেয়েছেন আস্তে আস্তে একসময়। শিশুকালের হ্যাংলা পাতলা ছেলেটা হয়ে যায় একজন ক্রীড়াবিদ স্কুলে থাকতেই। খেলোয়াড় বৃত্তি নিয়ে শহরের সেরা হাইস্কুলে ভর্তি হন। এছাড়া শুধু লেগে থাকার দরুণ বনে যান স্কুলের প্রধান ছাত্র।

স্কুলের সেরা ছাত্র দিয়ে তার ঝুলিতে সাফল্য আসতে শুরু করে। খেলাধুলায় অর্জন দিন দিনকে বাড়তে থাকে তার। বহু পুরষ্কার জিতেছেন এর মাঝে সেরা বলার মতো জাতীয় এবং আন্তর্জাতিক বডি বিল্ডিং এবং ফিটনেস টাইটেল। ধীরে ধীরে পদক প্রাপ্তির সাথে সাথে তার জীবনের গল্প আসতে থাকে মিডিয়ার আলোয়। লোকজন আরো আগ্রহী হয় তার সম্পর্কে, লুফে নেয় এই জীবনের গল্প। এর মাঝে তিনি ধরতে পেরেছিলেন মানুষ কি চায়! মানুষ চায় সেসব জিনিসকে যা তাদের অনুপ্রাণিত করে। মানুষ যেখানে অনুপ্রেরণা পায় সেখানে ছুটে যায়।

নিজের লেগে থাকা– চেষ্টাকেই ভিত্তি করে নেমে পড়লেন ব্যবসায়। বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ চলাকালে শুরু করেন তার নিজের প্রথম ব্যবসা। বাবার কাছ থেকে টাকা লোন করে নেমে পড়লেন ব্যবসায়, চেষ্টার কারণে খুব দ্রুত ব্যবসায় সফল হতে থাকেন উদ্যোক্তা। ব্যবসায় এত দ্রুত সফলতা পান উদ্যোক্তা যে মাত্র তিন মাসে লোনের টাকা পরিশোধ করে দেন বাবাকে।

সেই ব্যবসায়িক সফলতার হাত ধরে এখন তিনি জাতীয় পুরষ্কার প্রাপ্ত ফিটনেস রিটেইল কোম্পানি বডি ২০ এর সিইও এবং তিনি এর প্রতিষ্ঠাতাও। এই ফিটনেস কোম্পানির মাধ্যমে তিনি ক্লায়েন্টদের প্রতিদিন শারীরিক পরিশ্রম করার প্রশিক্ষণ দিয়ে থাকেন। অনেকটা লেগে থেকে সুস্বাস্থ্যের চর্চা তৈরি করছেন ক্লায়েন্টদের মাঝে। প্রথমে নিজের এলাকায় শুরু করলেও ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পরে তার এই প্রতিষ্ঠান। আর এখন তো বিশ্বের অনেক দেশেই খুলে গেছে বডি ২০ এর শাখা।

নিজের লেগে থাকা গুণের মাধ্যমে তিনি নিজে যেমন হয়েছেন সফল তেমনি আশে পাশের মানুষের জীবন বদলে দিচ্ছেন তার কাজের মাধ্যমে। তার এই লেগে থাকার ব্যাপারে এক সাক্ষাতকারে উদ্যোক্তা বের্তুস আলবার্টাস বলেছিলেন- ‘আমি বিশ্বাস করি একটি খরগোশ সব সময় পালাবে একটি শেয়াল থেকে, আর শিয়াল ছুটবে খরগোশের পিছু পিছু। শিয়াল ছুটছে কারণ তার ক্ষুধা নিবারণ করবে খরগোশ, আর খরগোশ পালাবে কারণ এখানে তার জীবন মরণের ভাবনা। আমি মনে করি এই ভাবনা আমাকে স্মরণ করিয়ে দেয় আপনি কতটুকু বেপরোয়া হলে নিজেকে বদলে আপনার চারপাশের উপর প্রভাব ফেলতে পারবেন’।

শুধু বুদ্ধি বা জ্ঞান থাকলেই হয় না লেগে থেকে সেই গুণগুলোকে বের করে আনতে হয় নিজের ভেতর থেকে। আপনার চারপাশেও খুজে পাবেন এমন অনেক গল্প। তাই পারবো না– হবে না না বলে শুরু করুন এবং লেগে থাকুন, সাফল্য আসবেই বলে আপনার কাছে।

(তথ্যসূত্র ও ছবি ইন্টারনেট থেকে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here