চাল, ডাল, ভোজ্যতেল, মশলা, স্টেশনারি, প্রসাধনী, ফ্রোজেন পিজ্জাসহ বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম এবং এলপি গ্যাসের মতো নিত্যপণ্য নিয়ে রাজশাহীর নওদাপাড়ায় ‘ফ্লিট বাই’ পিক-আপ পয়েন্ট (সুপার শপ) এর যাত্রা শুরু হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি ‘ফ্লিট’ এর প্রতিষ্ঠাতা খায়রুল আলম তার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে সুপার শপটির উদ্বোধন করেন।
শপটিতে দেশীয় এবং বিদেশী আস্থাশীল ব্র্যান্ডের যাবতীয় নিত্য ব্যবহার্য পণ্য রয়েছে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের উপর চলছে আকর্ষণীয় মূল্য ছাড়। এছাড়াও রয়েছে মেম্বারশিপ কার্ডের ব্যবস্থা যা দিয়ে পরবর্তী শপিং এ দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত কমিশন মিলবে। এক হাজার টাকার শপিং করলে রয়েছে র্যাফেল ড্রয়ের কুপন যেখান থেকে ১০ জন পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও বেবি প্রোডাক্টসে ২০ শতাংশ মূল্য ছাড় আছে।
‘ফ্লিট’ এর প্রতিষ্ঠাতা খায়রুল আলম উদ্যোক্তা বার্তাকে বলেন: ফ্লিট বাংলাদেশের সিস্টার কনসার্ন ফ্লিট বাই। আমরা কিছুদিন যাবৎ রাজশাহী নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাসা-বাড়িতে এলপি গ্যাস ফ্রি হোম ডেলিভারি দিয়ে আসছিলাম। নগরীর ৪০টি রেস্টুরেন্টে আমাদের প্রতিষ্ঠান ‘রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ সেবা দিয়ে থাকে। সেখান থেকে চিন্তা আসলো এই রেস্টুরেন্টগুলোর যাবতীয় প্রয়োজনীয় পণ্য আমরা সহজে তাদের পৌঁছে দিলে তাদের যেমন সুবিধা তেমনি আমরা আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।
‘এই লক্ষ্যেই আমাদের সুপার শপ গড়া। এখানে সকলে ফিজিক্যালি উপস্থিত থেকে নিত্যব্যবহার্য পণ্য নিতে পারবেন। এছাড়া পুরো সিটি জুড়ে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা,’ বলে জানান তিনি।
ইতোমধ্যে সুপার শপটিতে ১৫ জনের কর্মসংস্থান হয়েছে। মোঃ সারাফাত আলী এবং মোঃ সজল আলী ‘ফ্লিট বাই’ পরিচালনার দায়িত্বে রয়েছেন।
শীতাতপ নিয়ন্ত্রিত একই ছাদের নিচে প্রতিদিন ব্যবহারের সব ধরনের পণ্য, গোছানো পরিবেশ এবং বিক্রেতাদের সুন্দর আচরণের কারণে উদ্বোধনের দিন থেকেই বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে ‘ফ্লিট বাই’ এ। আগামীতে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের আরো পণ্য সংযোজন হতে চলেছে সেখানে।
রাজশাহীর নওদাপাড়া বাজারে পাইলট স্কুলের বিপরীতে অবস্থিত ‘ফ্লিট বাই’ সুপার শপ যা সপ্তাহে ৭ দিন সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে।
তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা