রাজধানীতে ‘বাংলার গঞ্জি’ মেলা এবং টি-শার্ট প্রদর্শনী

0

রাজধানীর সফিউদ্দীন শিল্পালয়ে চলছে দু’ দিনের ‘বাংলার গঞ্জি’ মেলা-২০২২ এবং টি-শার্ট প্রদর্শনী। আগের চারটি সফল প্রদর্শনীর ধারাবাহিকতায় এটি ব্র্যান্ডটির পঞ্চম আয়োজন।

এবারের প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক প্রয়াত কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর স্মৃতিস্মারক প্রদর্শন। এর মাঝে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার, টি-শার্ট আছে।

তাই প্রদর্শনীটির থিম ‘হারানো বিকেলের গল্প’।

বাংলার গঞ্জির সিইও মোহম্মদ ইয়ারুজ্জামান বলেন, ‘আইয়ুব বাচ্চু এবং তার পরিবারের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই যুক্ত। তার সান্নিধ্য পেয়েছি আমরা। এছাড়া বাংলার গঞ্জি অনেক আগে থেকেই তার ছবি সম্বলিত টি-শার্টের অফিসিয়াল মার্চেন্ডাইজ করে আসছে। প্রতি বছরই আমরা আমাদের টি-শার্টের প্রদর্শনী-মেলার আয়োজন করি। মাঝে অবশ্য করোনার কারণে দুই বছর করতে পারিনি। এবার পুরোদমে আবার হচ্ছে।’

শুক্রবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা।

বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ‘বাংলার গঞ্জি’ একটি জনপ্রিয় টি-শার্ট ব্র্যান্ড। বাংলা ক্যালিগ্রাফি, ফন্ট আর্ট, যাপিত জীবনের হাস্যরসকে উপজীব্য করে টি-শার্টগুলো ডিজাইন করা। বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এসব টি-শার্ট।

দুদিনের প্রদর্শনীর শেষদিন শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত মেলা।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here