মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন পূরণে দেশীয় পণ্য নিয়ে মাকসুদা

0

মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন পূরণে দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন উদ্যোক্তা মাকসুদা সিলাত। বাবা যেমন দেশের জন্য যুদ্ধ করেছেন তিনিও চান দেশীয় পণ্যের জয়জয়কার হোক পুরো পৃথিবীতে।

মাত্র ৫০ হাজার টাকা দিয়ে ২০১৯ সালে ‘নিডস লাইফস্টাইল’ শুরু করেছিলেন উদ্যোক্তা। শুরুতে যদিও তার শোরুম ছিলো না। পরে গুলশানের পিংক সিটি তে একটা শোরুম নেন। কামিজ, কুর্তি, টপস, শাড়ী, পাঞ্জাবি দিয়ে যাত্রা শুরু।

রাজধানী ঢাকার মেয়ে উদ্যোক্তা মাকসুদা সিলাত, লালমাটিয়া মহিলা কলেজ থেকে অনার্স, মাস্টার্স ও সিটি কলেজ থেকে এম,বি,এ সম্পন্ন করেন।

মাকসুদা সিলাত উদ্যোক্তা বার্তাকে বলেন, আমার কারখানা রাজধানীর শাহজাদপুরে, আগে অনেক কর্মী ছিলো কিন্তু করোনাকালীন সময়ে কিছু কর্মী সংখ্যা কমাতে হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে তাই আবার কর্মী সংখ্যা বাড়াবো।

অনলাইনেও সমান গতিতে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তা। ফেসবুকে তার পেইজের নামও নিডস লাইফস্টাইল।

উদ্যোক্তা জানালেন, তার অনেক পণ্য দেশের বাইরে গিয়েছে। তিনি চান আরও বিপুল সংখ্যক দেশীয় পণ্য বিদেশে রপ্তানী করতে।
সারাদেশে তার পণ্য ডেলেভারি হচ্ছে।

বর্তমানে মাসে দুই লাখ টাকার পণ্য এখন তৈরি করছেন উদ্যোক্তা।

মাকসুদা সিলাতের আশা সারাদেশের মানুষ ক্রয়ক্ষমতার মধ্যে তার তৈরি পোশাক পাবেন।

উদ্যোক্তার মতে, কঠোর পরিশ্রম করলে সেই পরিশ্রম কখনও বিফলে যায় না। কঠোর পরিশ্রম করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।
তাহলেই সফলতা আসবে।

এরই মাঝে উদ্যোক্তা অর্জন করেছে এশিয়ান টিভির ফ্রেন্ডস ভিউ অ্যাওয়ার্ড।

মাসুমা শারমীন সুমি,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here