মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সফল উদ্যোক্তা তানিয়া ওয়াহাব

0

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিমান উদ্যোক্তা তানিয়া ওয়াহাব মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের মাল্টি রিজিওনাল প্রজেক্টের নারী উদ্যোক্তাদের সম্মেলনে যোগ দিয়েছেন।

মঙ্গলবার সম্মেলনে যোগ দিয়ে তানিয়া উদ্যোক্ত বার্তাকে বলেন,, বিশ্বের সকল নারী উদ্যোক্তাদের সম্মেলন আলামনাই এস ইকোনোমিক মাল্টিপিলার্স। সম্মলেনটি ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তিনি বলেন, সম্মেলনের শুরুটা ছিল পরিচয় পর্ব দিয়ে। প্রায় ১৭২ টি দেশের কয়েক হাজার এপ্লিকেশন থেকে আমাদের ৪১ জন নারী উদ্যোক্তকে বাছাই করা করা হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে, বাংলাদেশ,আফগানিস্তান,বেলারুশ,বুলগেরিয়া,বুরুন্ডি,চিলি,চেক রিপাবলিক, মিশর, ইথিওপিয়া,ফিনল্যান্ড, হন্ডুরাস,ভারত,ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো,মোজাম্বিক,নেপাল,নাইজেরিয়া, পাকিস্থান, পাপুয়া নিউ গিনি,চীন,পেরু,ফিলিপাইন, রাশিয়া,রুয়ান্ডা,সেনেগাল,সার্বিয়া,সাউথ আফ্রিকা,সুরিনেম,তাজাকিস্থান,তানজানিয়া,থাইল্যান্ড,ত্রিনিদাদ এন্ড টোবাগো,উরুগুয়ে,জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।

সবার সঙ্গে পরিচয় পর্ব শেষে পরের দিন কী কী বিষয়ে আলোচনা হবে তা সম্পর্কেও বলা হয়ে বলে জানান তানিয়া।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here