“মখমল” এক শিল্পীর নতুন শিল্প সত্ত্বার পরিচয়

0
উদ্যোক্তা আঁখি আলমগীর

গতানুগতিক কাজের চেয়ে সৃষ্টিশীল কাজগুলো ছেলেবেলা থেকেই বেশি টানতো আঁখিকে। আঁখি আলমগীর নামে পরিচিতি।

বাবা প্রখ্যাত অভিনেতা হলেও আঁখি র পরিচিতি সংগীতশিল্পী হিসেবে। যদিও তার শুরুটা ছিল ভাত দে ছবিতে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে শখের অভিনয় বাদ দিয়ে গানকেই বেছে নেন পেশা হিসেবে।

আধুনিক,প্লেব্যাক কিংবা মঞ্চ-সব মাধ্যমেই শ্রোতাদের মন জয় করে নেন এই গুণী শিল্পী। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার।

সৃজনশীলতার আরও একটি ধাপ উদ্যোক্তা জীবনে পা রাখলেন এই গুনি সংগীত শিল্পী।
তার নিজস্ব ডিজাইনে চালু হলো ফ্যাশন ব্র্যান্ড “মখমল”।
আঁখির করা ডিজাইনের পোশাকের মডেল হিসেবে দেখা যায় তারই মেয়ে স্নেহাকে।

আঁখির ভাষায়, ইনোভেটিভ যেকোনো কাজের প্রতি ছোটবেলা থেকে ছিল আমার দুর্বলতা। আর সেই দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবেই গড়ে তুলি ফ্যাশন ব্র্যান্ড মখমল। তিনি বলেন, করোনার এই সময়ে অনলাইনে মখমলের সকল পোশাক ক্রেতারা কিনতে পারবেন। করোনা পরবর্তী রাজধানীসহ বিভাগীয় শহরগুলো এমনকি দেশের বাহিরেও মখমলের শোরুম খোলার পরিকল্পনা রয়েছে।
শুধু পোশাক বিক্রি নয় মখমলের মাধ্যমে বহির্বিশ্বে তুলে ধরতে চাই বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে।

সঙ্গীত এর মত উদ্যোক্তা হিসেবে কতটুকু মুন্সিয়ানা ছাপ দেখাতে পারেন আঁখি , তারই অপেক্ষায় তার লাখো ভক্তরা।

মাসুমা শারমিন সুমি,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here