আগ্রহী উদ্যোক্তাদের জন্য ‘নতুন ব্যবসা প্রবর্তনে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক একটি প্রশিক্ষণ আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউট বিটিআই।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
সফলভাবে কোর্স সমাপ্তির পর উদ্যোক্তাদের বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পেতে সহায়তা করা হবে। প্রশিক্ষণে অংশ নিতে কোর্স ফি হিসেবে সশরীরে উপস্থিতির জন্য দেড় হাজার টাকা এবং অনলাইনে উপস্থিতির জন্য ১ হাজার টাকা জমা দিতে হবে।
০১৭১০-০১৩১৬১, ০১৬৮৬-৩৯৫৪৫৯ এই দুটি নম্বরে বিকাশের মাধ্যমে কোর্স ফি জমা দেয়া যাবে।
আগ্রহীদের ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এ প্রশিক্ষণে অংশগ্রহণে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা