বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইইউবিএটিতে সেমিনার

0

১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইন্ড ফর লার্নিং’ প্রতিপাদ্য নিয়ে ১৯৯৮ সালে আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করা হয়। পরে ২০০৪ সালের ডিসেম্বরে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় শিক্ষা কার্যক্রম।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘টেকসই পরিবেশ রক্ষার্থে উচ্চশিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) এ আয়োজন করে আইইউবিএটির পরিবেশবিজ্ঞান বিভাগ ও ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজ (আইআইএসএস)।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান। বিষয়ভিত্তিক আলোচনা করেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

মূল প্রবন্ধ উপস্থাপন আইইউবিএটির পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম রেহান দস্তগীর। পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ফেরদৌস আহমেদ ও সহকারী অধ্যাপক সায়মা আক্তার।

২০০৮ সালে এম আলিমউল্যা মিয়ান সর্বপ্রথম আইইউবিএটির ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেন। এই ধারাবাহিকতায় ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং অনুযায়ী আইইউবিএটি বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here