লোকশিল্পের নানা আঙ্গিক প্রদর্শন ও পণ্য বিক্রয়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৪ মার্চ থেকে ফরিদপুরে চলছে মাসব্যাপী বিসিক শিল্প মেলা। শহরের গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে অংশগ্রহণ করেছে চারু ও কারু পণ্যের শিল্প প্রতিষ্ঠান।
‘সোনালী আঁশে ভরপুর ভালোবাসি ফরিদপুর’ – শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর বিসিক’র উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফিজের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মো: গোলাম হাফিজ বলেন, ‘এই মেলা সমৃদ্ধ ও প্রাধান্য পাবে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের শিল্প উপস্থাপনে। এই মেলা হবে আত্মপ্রত্যয়ী বিসিক শিল্প মেলা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে প্রত্যেক নাগরিককে স্বাস্থ্য বিধি মেনে মাক্স পরিধান করতে হবে’।
মেলায় প্রতিদিন কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১০ টাকা মূল্যের টিকিট কেটে যে কেউ প্রবেশ করতে পারবেন।
মেলায় বিনোদনের জন্য রয়েছে আধুনিক নাগরদোলা, ঝর্ণা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারু ও কারু পণ্যের ৮৫ টি দোকান।
মেলার বিষয়ে গোলাম হাফিজ জানান, আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিহাস ঐতিহ্যের ফরিদপুরের সঙ্গে লোকশিল্পের সমন্বয় করে মেলাটিকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবো।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা