নোয়াখালীতে বিসিক চেয়ারম্যান-এর নির্দেশে প্রণোদনা প্যাকেজের ৬০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ

0

নভেল করোনা ভাইরাস (COVID-19) পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান ব্যাহত হচ্ছে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে গ্রামীণ এলাকায় ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদান করেছে সরকার। প্রদত্ত প্যাকেজের আওতায় বিশেষ অনুদান বাবদ ১০০ কোটি টাকার মধ্যে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর তহবিলে স্থানান্তর করেছে সরকার ।

উক্ত তহবিল থেকে বিসিক জেলা কার্যালয়, নোয়াখালীকে ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিসিক জেলা কার্যালয় নোয়াখালী আজ ৩১-০৫-২০২১ তারিখে নারী উদ্যেক্তা ০৮ জন এবং পুরুষ উদ্যেক্তা ০৯ জন সহ মোট ১৭ জন শিল্পোদ্যোক্তার মাঝে ৬০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করে।

জেলা প্রশাসক নোয়াখালীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিসিক জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক মঞ্জুরীকৃত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী, বিশেষ অতিথি ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সভাপতিত্ব করেন জনাব মাহবুব উল্যাহ, উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, নোয়াখালী। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর ঋণ মঞ্জুরী কমিটির সদস্যবৃন্দ।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচির আওতায় জনাব মোশতাক হাসান, এনডিসি, চেয়ারম্যান বিসিক, ঢাকা-এর নির্দেশনা ও জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী-এর সার্বিক সহযোগিতায় নোয়াখালী জেলায় নভেল করোনা ভাইরাস(COVID-19) এ ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের মাঝে ইতোমধ্যে সিএমএসএমই খাতে ১৩৬৯ জন শিল্পোদ্যোক্তার অনূকুলে ১৬৩.১৪ কোটি টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৪ শতাংশ। ছয় মাস গ্রেস পিরিয়ডসহ ১৮টি মাসিক সমান কিস্তিতে সর্বোচ্চ দুই বছরে এ-ঋণ শোধ করতে পারবেন উদ্যোক্তারা।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here