নারী উদ্যোক্তাদের জন্য অনন্য সম্ভাবনা

0

বিউটিফিকেশনে নারী উদ্যোক্তাদের জন্য এক অনন্য সম্ভাবনা নিয়ে এসেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশন। ঢাকায় অবস্থিত বিউটিফিকেশন সংক্রান্ত স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারা।

ব্যক্তি নারী উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা সমিতির উন্নয়নে প্রশিক্ষণসহ নানা ধরনের যে কাজ করে যাচ্ছে জয়িতা ফাউন্ডেশন, তারই অংশ হিসেবে বিশেষ এ প্রশিক্ষণের আয়োজন।

জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত কিংবা নিবন্ধনের জন্য আবেদন করা আছে এমন ব্যক্তি উদ্যোক্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

নিবন্ধন ও প্রশিক্ষণ কোর্সে আবেদনের বিস্তারিত জানতে জন্য ভিজিট করুন: https://www.joyeeta.gov.bd/

উল্লেখ্য জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত হয়ে যে কোনো নারী উদ্যোক্তা সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, পণ্য বিপণনসহ নানা সেবা পেতে পারেন। বিউটিফিকেশন কোর্সও তার একটি।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here