ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফুড কোর্ট এবং জাতীয় সংসদে অবস্থিত ক্যাফে জয়িতা’র নারী উদ্যোক্তাদের উৎপাদিত খাদ্যপণ্য ও পিঠাপুলি নিয়ে আগামী ৩ দিনব্যাপী পিঠা উৎসব ধানমন্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণের জন্য নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।
জয়িতার খাদ্যজাত ব্যবসা শক্তিশালীকরণ কর্মসূচির উদ্যোগে আজ ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে।

পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযােগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাকিয়া পারভীন খানম এমপি।

আফরােজা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) ফরিদা পারভীন, (জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা), বিনির্মাণ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রউফ এবং জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) শহিদুল ইসলাম, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক নিপুল কান্তি বালাসহ জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ।

পিঠার ১০টি স্টলে পাটিসাপ্টা, সুজি পুলি নারকোল, দুধ পাটিসাপ্টা, ঝাল ভাপা, গোলাপ পিঠা, তাল মিঠা, বিস্কুট পিঠা, নারিকেল নারুভাপা, নকশিসহ নানা রকমের পিঠার পসরা সাজানো হয়েছে। পিঠা উৎসবটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় এখানে পিঠা খেতে এবং আয়োজন দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা ঢাকা