এই গল্পটি রাস্তা থেকে উঠে আসা একজন সফল উদ্যোক্তার। যিনি কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে ভারতের সেরা উদ্যোক্তাদের তালিকায় নাম লিখিয়েছেন। তিনি হচ্ছেন ৫৩ বছর বয়সী রাজা নায়ক। প্রায় ৬০ কোটি রুপি বার্ষিক আয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করেছেন এবং বর্তমনে কর্ণাটকের ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে কর্তব্যরত আছেন।
এতদিনে তিনি বুঝে গিয়েছিলেন যে বেঁচে থাকতে হলে কাজ করতে হবে, তাই তিনি তিরপুর থেকে শার্ট রফতানি করে কর্ণাটকে বিক্রি শুরু করেন এবং মাসে ৫,০০০ টাকা আয় করেন। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। নানান উত্থান-পতন শেষে ১৯৯৯ সালে তিনি একটি ছোট লজিস্টিক ব্যবসা শুরু করেন এবং সফলতার সাথে আজ অবধি চালিয়ে যাচ্ছেন।
এগুলো ছাড়াও তিনি একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন যা সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষার জন্য কাজ করে। তার এই সামাজিক দায়বদ্ধতায় তাকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিআইসিসিআই) সভাপতি করে তুলেছে এবং তিনি হয়েছেন প্রশংসিত।
মোঃহৃদয় সম্রাট