দক্ষিণ এশিয়ার অন্যতম নগর হবে রাজশাহী: রাসিক মেয়র

0
রাজশাহী মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের মধ্যে সেরা বসবাসযোগ্য শহর হিসেবে রাজশাহী ইতোমধ্যেই স্বীকৃতি লাভ করেছে। এখন আশা করছি আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি নগর হিসেবে স্বীকৃতি পাবে রাজশাহী।

মহানগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রাজশাহী নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের ১০জন সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে গৃহ-উন্নয়ন ঋণ দেওয়া হয়। প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর পর্যন্ত গৃহ নির্মাণে তিন কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। সিএইচডিএফ প্রকল্পের আওতায় নগরীতে ৩০৫টি গৃহ নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে। প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিসহ দেশী-বিদেশী পর্যটকদের কাছে রাজশাহীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সিডিসির কার্যক্রম বিষয়ে তুলে ধরেছি। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৮ হাজার পরিবারের সদস্য অন্তর্ভূক্ত রয়েছেন। তারা তাদের সঞ্চিত অর্থে গঠিত তহবিলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত রেখেছে।

রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী রাজশাহীতে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন। রাজশাহীকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে অল্প সময়ের মধ্যেই লানিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হবে। প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণপ্রাপ্তরা আয় করতে পারবেন।

এলআইইউপিসিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বনলতা ক্লাস্টারের নাসরিন, লাল গোলাপ ক্লাস্টারের রোকাইয়া, সিএইচডিএফ সভাপতি সামিয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা পারভীন, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নী।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here