তাজ ইভেন্টস এক্সিবিশন ২০২৪

0

ধর্মীয় উৎসব ঈদকে ঘিরে দেশিয় উদ্যোক্তাদের পণ্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। নতুন নতুন ডিজাইনের ড্রেস, জুয়েলারি ছাড়া যেনো ইদ অসম্পূর্ণ থেকে যায়। তাই তো ইদের কেনাকাটাকে আরো আনন্দময় করতে তাজ ইভেন্টস আয়োজন করেছে তাজ ইভেন্টস এক্সিবিশন ২০২৪।

মাত্র ৮ উদ্যোক্তার অংশগ্রহণে ছোট্ট পরিসরে এক্সক্লুসিভ পণ্য নিয়ে হোটেল শেফ’স টেবিল এ আয়োজন করা হয় দুদিনের এই এক্সিবিশন। এক্সিবিশন প্রসঙ্গে আয়োজক তাজ তানিয়া বলেন, আমরা খুবই ক্ষুদ্র পরিসরে এক্সক্লুসিভ কিছু পণ্যের উদ্যোক্তাদের নিয়ে এই এক্সিবিশন করছি এবং খুব ভালো সাড়া পাওয়ায় আমরা সবাই খুবই খুশি।

মসলিন, ভেজিটেবল ডাই, হাতের কাজের থ্রিপিস, দেশি বিদেশি ক্লোদিং আইটেম ছাড়াও রয়েছে হরেক রকম জুয়েলারি। প্রথম দিনেই বেশ ভালো সাড়া পেয়েছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

তাজ ইভেন্টস এর আয়োজনে অনুষ্ঠিত তাজ ইভেন্টস এক্সিবিশন এর ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল উদ্যোক্তাবার্তা। হোটেল শেফ’স টেবিল এ আয়োজিত তাজ ইভেন্টস এক্সিবিশন ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, যা সকলের জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here