ডিএনসিসি মেয়রকে কিরগিজস্তানের সম্মাননা

0

ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অসামান্য অবদান রাখায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামকে সম্মাননা স্মারক দিয়েছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান।

কিরগিজস্তানের জাতীয় অলেম্পিক কমিটির পক্ষ থেকে এই সম্মাননা সনদ দেওয়া হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে সনদ তুলে দেন।

মেয়র আতিকুল ইসলাম সেসময় কিরগিজস্তান অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদেরকে একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এসময় কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না।’

ডিএনসিসি মেয়র আরও বলেন: পৃথিবী জুড়ে যে হানাহানি চলমান তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। এরকম সম্প্রীতি গড়ে তুলতে হবে যে কোথাও কোন হানাহানি হবে না, বরং আমাদের মাঝে জাতি ও দেশগত বন্ধুত্ব বাড়বে।’

তিনি সামনের দিনগুলোতে খেলাধুলার আন্দোলনকে আরো জোরদার করার আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here