ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা

0

চাঁপাইনবাবগঞ্জে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সড অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রজেক্টের ‘ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, রেইজ প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ ও লাইফ স্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মারুফ হোসেন।
সেসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন ও ইউনিট-১ ব্যবস্থাপক অজিউর রহমানসহ প্রয়াসের অন্য কর্মকর্তারা।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

প্রশিক্ষণে প্রয়াসের ২০ জন ক্ষুদ্র উদ্যেক্তা অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, শহর ও উপশহরকেন্দ্রিক এলাকায় নিম্ন আয়ের যুবক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষে রেইজ প্রকল্পের মাধ্যমে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায় প্রয়াসের ১৫টি ইউনিটের মাধ্যমে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here