ষষ্ঠ দিনে বেশ জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর। ঢাকার পুর্বাচলে আয়োজিত মেলার ২৬ তম আসর এবারে অনুষ্ঠিত হচ্ছে। এইবারের আসরে অংশ নেওয়া উদ্যোক্তারা আশায় বুক বাঁধতে শুরু করেছেন মেলার আয়োজন এবং ক্রেতা সাধারণের আগমন নিয়ে।
মেলায় আসা বিভিন্ন উদ্যোক্তা তাদের অনুভুতি, প্রত্যাশা এবং উদ্যোগের ব্যাপারে জানান। মেলায় এসে বিক্রির অভিজ্ঞতা জানার জন্য আমরা কথা বলেছি লেদার পণ্য নিয়ে কাজ করা একজন উদ্যোক্তার সাথে।
তিনি বলেন, ‘মেলায় এসে বিক্রি ভালো হতে শুরু করেছে।আমাদের প্রত্যাশা মতোই আমরা বিক্রি করতে পারবো বলে আমার বিশ্বাস এবং ক্রেতা সাধারণ তাদের পছন্দমতো পণ্য সুলভ মূল্যে পেয়ে আনন্দিত হবে বলে মনে করছি।’
মেলায় পোশাক নিয়ে কাজ করা একজন বিদেশী উদ্যোক্তার কাছে মেলায় এসে তার অনুভুতির কথা জানতে চাইলে তিনি উদ্যোক্তা বার্তাকে বলেন, ‘মেলায় এসে খুব ভালো লাগছে।এটা আমার তৃতীয় বারের বাণিজ্য মেলা তাই বরাবরের মতোই আমি বেশ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছি এবং আশা করছি বাংলাদেশের কাছে সেই একই ভালোবাসা এবারও পাবো।’
মেলায় আসা একজন ক্রেতার কাছে আমরা তার মেলার অভিজ্ঞতা জানতে চাই। তিনি আমাদের জানান তার আনন্দের কথা। তিনি বলেন, ‘মেলায় এসে এক ছাদের নিচে বাহারি পণ্য পাচ্ছি। বেশ কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে যেহেতু উদ্যোক্তারা আমাদের সম্পদ আর দেশী পণ্য আমার খুব পছন্দের পাশাপাশি এটা আমাদের জন্য বেশ আনন্দের যে বেশ কিছু বিদেশী স্টলও অংশগ্রহণ করেছে এবারের মেলায়।’
দিন যত যাচ্ছে মেলাটি ততই জমজমাট হয়ে উঠছে এবং ধীরে ধীরে তা আবার ফিরতে শুরু করেছে তার পুরোনো ছন্দে।
সাকিব মাহমুদ,
উদ্যোক্তা বার্তা