রাজশাহীতে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) এর সভাপতি এ.কে এম এ.হামিদ।
আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক। বক্তৃতা করেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ কবির উদ্দিন, জেলা নির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ আমিনুল হক এবং জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস, রাজশাহীর সহকারি পরিচালক আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম।
আয়োজকরা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রেমিট্যান্স খুবই গুরুত্বপূর্ণ, যা দেশের উন্নয়ন ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিরাট ভূমিকা রাখে। তাই বিশ্ব বাজারের চাহিদার ভিত্তিতে যথাযথ কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং সুষ্ঠু ও সুসংহত অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে কর্মপ্রত্যাশী জনগোষ্ঠীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের সুরক্ষা, অধিকতর কল্যাণ ও অধিকার নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে সকলকে আরও সচেতন করাটাও গুরুত্বপূর্ণ।
তাই ‘জন্মভূমি বাংলাদেশ কর্মভূমি বিশ্বময়’ কথাটিকে স্মরণে রেখে ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওই আয়োজন করে।
সকাল ৮টায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আয়োজনটির আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মতবিনিময় সভার মধ্যে সমাপ্তি ঘটে।
মতবিনিময় সভায় আইডিইবি সভাপতি এ.কে এম এ.হামিদ বলেন: রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসে আমি অভিভূত। সরকারি উদ্যোগে মহিলাদের কারিগরি দিকে পারদর্শী করতে এই প্রতিষ্ঠানটি গড়া হয়েছে। অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
“আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি রাজশাহী অঞ্চলের ছাত্র-ছাত্রীদের কাছে মাইলফলক প্রতিষ্ঠান হয়ে থাকবে এবং কারিগরি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,” বলে মন্তব্য করেন তিনি।
তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা