৩০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে হৈমন্ত মেলা

0

ঢাকা ক্যান্টনমেন্টের আইকন কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে হৈমন্ত মেলা। ফিউচার বিজনেস এসোসিয়েশন নারী উদ্যোক্তা ৯৩’ আয়োজিত তিনদিনের মেলায় অংশ নিয়েছেন ৩০ জন নারী উদ্যোক্তা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আবদুস শহীদ খান (অব.)।

হৈমন্ত মেলার আয়োজক হালিমা খাতুন বলেন: তিনদিনের মেলায় আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এই মেলায় দেশি-বিদেশি পণ্য নিয়ে মোট ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন ।

তিনি বলেন, “যে নারীরা ঘরে বসে বা অনলাইনে পণ্য বিক্রি করছেন, তাদেরকে একত্রিত করে তাদের পণ্যের প্রচার ও পরিচিতি ঘটানোই আমাদের মূল লক্ষ্য। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য মেলায় প্রদর্শন করতে পারছেন, ক্রেতার কাছাকাছি থাকতে পারছেন।

তিনদিনের মেলায় রয়েছে ইউনিক ডিজাইনের পোশাক, শাড়ি, হাতে তৈরি পাটপণ্য, কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনী, চাদর, হাতের কাজের বুটিকের জামা, ব্যাগ, জুতা এবং পিঠাপুলিসহ মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবার।

১০ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হওয়া মেলা শেষ হবে ১২ নভেম্বর (শনিবার)। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত।

আফসানা অভি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here