চতুর্থ বর্ষে সতীর্থ প্রকাশনা

0
উদ্যোক্তা তাহমিদুর রহমান, সাদি মান্নান এবং মোমিনুল ইসলাম

তিন বন্ধু মোঃ তাহমিদুর রহমান, সাদি মান্নান এবং মোঃ মোমিনুল ইসলাম উল্লাসের উদ্যোগে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল সতীর্থ প্রকাশনা। প্রথম দুই বছরে যেখানে মাত্র সাতটি বই প্রকাশ হয়েছে, সেখানে পরের দুই বছর– আসলে পরের প্রায় দেড় বছরে—৫৪টি বই প্রকাশিত হয়। এর মধ্যে যার নয়টির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে।

পুরোপুরি রাজশাহী থেকে পরিচালিত হচ্ছে সতীর্থের যাবতীয় কাজ।

তিন বন্ধু উদ্যোক্তা বার্তাকে বলেন, চার বছর আগে সতীর্থের যাত্রা শুরু। সম্পূর্ণ রাজশাহী থেকে পরিচালনা করার যেমন সুবিধা ছিল, তেমন প্রতিবন্ধকতার মুখোমুখিও হতে হয়েছে। বলা যায় আধাআধি চান্স ছিল, এর মধ্যে করোনা। এখন বলা যায় তারা সফল। যে বাবা-মা ছেলেদের কথায় অদ্ভুত চাহনি দিয়েছিলেন, তারাও এখন আশাবাদী।

সতীর্থ প্রকাশনার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে: সতীর্থ গল্প সংকলন, থ্রিল এক্সপ্রেস, দুইশো তেরোর গল্প, বাইশ বছর পর, মর্কট মঞ্জিল প্রভৃতি। গল্প, কবিতা, উপন্যাসসহ প্রায় সব ধরনের বই রয়েছে সতীর্থ প্রকাশনার। সারাদেশে সতীর্থের বই যাচ্ছে, দিন-দিন সমাদরও বাড়ছে তাদের।

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড় মনিবাজারে নানকিং দরবার হলের সামনে সতীর্থ প্রকাশনা অবস্থিত। সতীর্থের সকল কার্যক্রম রাজশাহী থেকে পরিচালিত হলেও দেশের বিভিন্ন প্রান্তের অনেক লেখকের বই রয়েছে। প্রবাসী বাংলাদেশি লেখকও রয়েছেন তাদের তাদের তালিকায়। দেশের যেকোন জায়গা থেকে তাদের পেজে যোগাযোগ করে পাণ্ডুলিপি পাঠানো যায়। ডিজিটালি পাণ্ডুলিপি পাঠানোর ব্যবস্থাও আছে।

শুরুতে তিন উদ্যোক্তা বন্ধু, সাথে একজন গ্রাফিক্স ডিজাইনার নিয়ে পথচলা শুরু হয়েছিল আজ তাদের সাথে ৩০ এর বেশি সহযোদ্ধা কাজ করছেন। এছাড়া তাদের কাজ বাড়ার সাথে সাথে যে প্রতিষ্ঠান থেকে তারা বই বাঁধাই করান, সেই প্রতিষ্ঠানটির পরিধিও বেড়ে সেখানে নতুন কর্মসংস্থান হয়েছে।

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here