খুলনায় ১৫ দিনব্যাপী ‘বিসিক অনলাইন পণ্য মেলা- ২০২১’ শুরু

0

বিসিক জেলা কার্যালয়, খুলনায় আজ থেকে শুরু হচ্ছে’ বিসিক অনলাইন পণ্য মেলা- ২০২১’। উদ্যোক্তা পরিবার বিসিক খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন পণ্য মেলায় পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ থাকছে। আজ ১ জুলাই ২০২১ খ্রি. সকাল ১০ টায় মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মাহবুবুর রশীদ, আঞ্চলিক পরিচালক, খুলনা ও বরিশাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ, বিসিক ঢাকা । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবির হোসেন, উপমহাব্যবস্থাপক, বিসিক আঞ্চলিক কার্যালয়, খুলনা।

অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “মেলায় অংশ নিয়ে , অন্যের পণ্য সম্পর্কে জানুন, নিজের পণ্য সম্পর্কে অন্যদের জানতে সহায়তা করুন”।

দেশ অথবা দেশের বাইরে থেকে অনলাইনে উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করতে পারবেন। মেলায় স্টল বরাদ্দের জন্য কোনো ফি নেই, উদ্যোক্তাদের জন্য সম্পূর্ন বিনা মূল্যে মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ৪৩ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মেলায় ৮৫ জন উদ্যোক্তা তাদের পণ্য দিয়ে অনলাইন স্টল সাজিয়েছেন। ০১ জুলাই ২০২১খ্রি. থেকে শুরু হওয়া এ-মেলা আগামী ১৫ জুলাই ২০২১ খ্রি. পর্যন্ত ১৫ দিনব্যাপী চলবে।

সাইদ হাফিজ
উদ্যোক্তা বার্তা, খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here