কারা পাচ্ছেন এবারের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’?

0

শিল্পোন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অবদান স্মরণে এবং বাংলাদেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তা/প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় ২০১৯ খ্রিস্টাব্দে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ প্রবর্তন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারে থাকছে ১ম পুরস্কার ২৫ গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণ খচিত ক্রেস্ট, সম্মাননা পত্র ও নগদ ৩ লক্ষ টাকা। ২য় পুরস্কার ২০গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণ খচিত ক্রেস্ট, সম্মাননা পত্র ও নগদ ২ লক্ষ টাকা। ৩য় পুরস্কার ১৫ গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণ খচিত ক্রেস্ট, সম্মাননা পত্র ও নগদ ১ লক্ষ টাকা।

এ-বছর দেশের বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় ৪২টি শিল্পপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় গত সপ্তাহে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুরস্কার পাওয়া ৪২টি শিল্পপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ নীতিমালা-২০১৯ অনুযায়ী ৭টি ক্যাটাগরিতে ২৩টি শিল্পপ্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পাচ্ছেন যারা:
ক. বৃহৎ শিল্প শ্রেণিতে:
১. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
২. জজ ভূঞা টেক্সটাইল মিলস
৩. আদুরি অ্যাপারেলস ও ইউনিভার্সেল জিনস
৪. মাঝারি শিল্প শ্রেণিতে অকো-টেক্স
৫. ফরচুন সুজ, রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি ও মাধবদী ডাইং ফিনিশিং মিলস

খ. ক্ষুদ্র শিল্প শ্রেণিতে :
১. আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ
২. এস আর হ্যান্ডিক্র্যাফটস ও আলিম ইন্ডাস্ট্রিজ
৩. মাইক্রো শিল্প শ্রেণিতে মেসার্স কারুকলা
৪. ট্রিম টেক্স বাংলাদেশ
৫. জনতা ইঞ্জিনিয়ারিং

গ. হাইটেক শ্রেণিতে :
১. সার্ভিস ইঞ্জিন
২. সুপার স্টার ইলেকট্রনিকস
৩. মীর টেলিকম

ঘ. হস্ত ও কারুশিল্প শ্রেণিতে:
১. ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস
২. আয়োজন
৩. সোনারগাঁ নকশি কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা
৪. কুটির শিল্প শ্রেণিতে কুমিল্লা আর্টস অ্যান্ড ক্র্যাফটস
৫. রং মেলা নারীকল্যাণ সংস্থা ও অগ্রজ

এ-ছাড়া বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৬টি ক্যাটাগরিতে ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০–এর জন্য নির্বাচিত করা হয়েছে।

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার যারা পাচ্ছে:
ক. বৃহৎ শিল্প শ্রেণিতে:
১. বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ
২. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি
৩. মীর সিরামিক
৪. জাবের অ্যান্ড জোবায়ের ফ্রেবিকস

খ. মাঝারি শিল্প শ্রেণিতে:
১. বেঙ্গল পলিমার ওয়্যারস
২. নোমান টেরি টাওয়েল মিলস
৩. অকো-টেক্স, ক্রিমসন রোসেলা সি ফুড
৪. ক্ষুদ্র শিল্প শ্রেণিতে প্রমি অ্যাগ্রো ফুডস
৫. মাধবদী ডাইং ফিনিশিং মিলস ও এপিএস হোল্ডিংস

গ. মাইক্রো শিল্প শ্রেণিতে:
১. মাসকো ডেইরি এন্টারপ্রাইজ
২. খান বেকেলাইট প্রোডাক্টস
৩. রাভেন অ্যাগ্রো কেমিক্যালস

ঘ. কুটির শিল্প শ্রেণিতে:
১. কোর-দি জুট ওয়ার্কস
২. সামসুন্নাহার টেক্সটাইল মিলস

চ. হাইটেক শ্রেণিতে:
১. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ
২. ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস
৩. সামিট কমিউনিকেশনস
সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের শিল্পায়নের বিকাশকে দ্রুততর করতে বেসরকারি খাতকে উৎসাহিত করা এ-পুরস্কার প্রদানের অন্যতম উদ্দেশ্য। নীতিমালা অনুযায়ী চলতি মাসেই পুরস্কার প্রদানের কথা রয়েছে।

সেখ মুসফেক -উস -সালেহীন
উদ্যোক্তা বার্তা, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here