ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তির শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

0

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তির শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে।


আর্থিক প্রতিবেদন আইন অনুযায়ী, যেসব কুটির, মাইক্রো ও ক্ষুদ্র প্রতিষ্ঠান জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত, তাদের ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণপ্রাপ্তি কিংবা ঋণ নবায়ন করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা নিরীক্ষিত হিসাব বা আর্থিক প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে।


কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব এবং ঋণপ্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে গত সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা ভাইরাসের কারণে যেসব কুটিরশিল্প, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন, তাদের জন্য ২ হাজার ৫২০ কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। এর অর্থ জোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

সেখ মুসফেক -উস -সালেহীন
উদ্যোক্তা বার্তা, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here