কুষ্টিয়ায় করোনা পরবর্তী দূর্যোগ মোকাবেলা ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে কৃষকের বসত বাড়ির পতিত জায়গায় শাক-সবজি উৎপাদনের লক্ষ্যে বিনা মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়া অফিস।
গতকাল রবিবার (১৭/০৫/২০২০) সকালে কুষ্টিয়ার বিভিন্ন স্থানের প্রান্তিক কৃষকদের মাঝে সরেজমিন বিভাগ বিএআরআই’র সৌজন্যে বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো ও বিশ প্রকার উন্নত জাতের শাক-সবজির বীজ বিতরণ করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়ার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ।
ড. জাহান আল মাহমুদ জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের সবজি চাহিদা মেটাতে বসত বাড়ীর পতিত জায়গায় চাষাবাদের মাধ্যমে কৃষকরা যাতে নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে পারে সেই লক্ষ্যে শতাধিক কৃষকের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জাতের উন্নত মানের শাক-সবজির বীজ বিতরণ করছি, বসত বাড়ির বাড়তি জায়গা চাষাবাদের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে কিছুটা বাজারে বিক্রি করতে পারবে, এতে কৃষকরা উপকৃত হবে বলে আমি মনে করি।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা