সারাদেশে ভয়াবহ হারে ছড়াচ্ছে কোভিড-১৯-এর সংক্রমণ। নিরাপত্তার স্বার্থে চলছে কঠোর লকডাউন। বাংলাদেশ পুলিশের সদস্যরা সব সময় তাদের দায়িত্ব পালনে সচেষ্ট আছেন। কিন্তু মাঝে মাঝে বৃষ্টির কারণে তাদের দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে। এ-বিষয়টি মাথায় রেখে, সেবা টেলিকম-এর পক্ষ থেকে উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন কক্সবাজার জেলা পুলিশকে উপহার স্বরূপ ৫০টি ছাতা প্রদান করেন। কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ছাতাগুলো গ্রহণ করেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান। উপহার গ্রহণ করে পুলিশ সুপার সেবা টেলিকমের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
এ-প্রসঙ্গে উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ আশা করি আমাদের এই সামান্য উপহার পুলিশের দায়িত্ব পালনে সহায়তা করবে। ভবিষ্যতে আমরা আরো বড় মানবিক উদ্যোগ গ্রহণের কথা ভাবছি’।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা