১১তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে ২৮ এপ্রিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সপ্তাহব্যাপী এ মেলা চলবে ৪ মে পর্যন্ত। এক নোটিশে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন।
নোটিশে বলা হয়, মেলায় স্টলের জন্য নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে আগামী ২৫ জানুয়ারি। এই বছর নির্বাচিত উদ্যোক্তাগণদের নিকট থেকে স্টল ফি পে অর্ডারের মাধ্যমে করা হবে।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা