এসএমই’র সাথে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে এবার হোমমেড ফুড ফেস্টিভ্যাল, যুক্ত হলেন হোমমেড ফুড অন্ট্রেপ্রেনিওর্স অফ বাংলাদেশ সদস্যরা

0

ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এবং হোমমেড ফুড অন্টাপ্রেনিওরস অফ বাংলাদেশ – পাওয়ার্ড বাই লাবন্য বাই ইসরাত গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ১৭ই এপ্রিল, ২০২৪ বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে ঘরোয়া সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হোমমেড ফুড অন্ট্রাপ্রেনিওরস অফ বাংলাদেশ এর পক্ষে গ্রুপ হেড ইসরাত জাহান মমতাজ মওলা এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এর পক্ষে নির্বাহী পরিচালক সুরাইয়া আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বসে আগারগাঁও আইসিটি রোডে।
ঈদের বন্ধের পর, এ সপ্তাহ থেকে এসএমই পণ্যের সাথে নতুন করে যুক্ত হচ্ছে হোমমেড ফুডের উদ্যোক্তারা। নিয়মিত এসএমই পণ্যের মার্কেট এর সাথে নিয়মিত “হোম শেফ ফুড ফেস্টিভ্যাল “।

এই সমঝোতা স্মারকের পরিধির মধ্যে রয়েছে উদ্যোক্তাদের কল্যাণে তথ্য, জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রম গ্রহণসহ উভয় প্রতিষ্ঠান প্রচারণা বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও পিআর নিয়ে একসঙ্গে কাজ করবে। এসএমই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তাদের এই পথ চলাকে আরো অনুপ্রাণিত করবে এই সমঝোতা চুক্তি৷

হোমমেড ফুড অন্ট্রাপ্রেনার্স অব বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ হেড ইসরাত জাহান মমতাজ মওলা, এডমিন প্যানেল সদস্য: নিপা বাশার, জুলিয়া শারমিন রাত্রি, ইফফাত জাহান মিলা। ইসরাত জাহান মমতাজ মওলা বলেন, “স্বাক্ষরিত এই এমওইউ’র মাধ্যমে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট ও হোমমেড ফুড অন্টাপ্রেনার্স অব বাংলাদেশ গ্রুপের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো। নারীর ক্ষমতায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর উদ্যোগের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। নারীদের ব্যবসা-বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে বলে তিনি আশাবাদী।

ঐক্য ফাউন্ডেশন, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এর পক্ষ থেকে  উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুরাইয়া আলম, পরিচালক, বাণিজ্যিক সম্পৃক্তকরণ উইং জান্নাতুল ফেরদৌস, ঐক্য ফাউন্ডেশন পরিচালক এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এর চিফ অপারেটিং অফিসার আরিফুল হক, ঐক্য ফাউন্ডেশন পরিচালক এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এর চিফ কমার্শিয়াল অফিসার রাজিব হাসান, মাজেদা খানম বিথী, পরিচালক প্রেস এন্ড পাবলিকেশন্স, ঐক্য ফাউন্ডেশন  এবং ঐক্য ফাউন্ডেশন পরিচালক ও লিগ্যাল ডিভিশন হেড এডভোকেট মাসুমা মিথিলা।

ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট বাংলাদেশের প্রথম এসএমই হলিডে মার্কেট। দেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে, বাজার সম্প্রসারণে, এক্সেস টু ডিরেক্ট হলিডে মার্কেট প্রতি সপ্তাহে প্রত্যক্ষ ভূমিকা রেখে চলেছে। ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এ পর্যন্ত সর্বোচ্চ দু’দিনে ৪৮ লক্ষ টাকা এবং ২৩টি আসর মিলে প্রায় ৬ কোটি টাকার বিক্রি এনে দিয়েছে উদ্যোক্তাদের।

এ মার্কেটে প্রথমবারের মত অংশ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের হোমমেড ফুড অন্ট্রাপ্রেনারদের ফেসবুকভিত্তিক অন্যতম বৃহৎ একটি গ্রুপ। যৌথ উদ্যোগে অনলাইনে হোমমেড ফুডের প্রায় ১৯ হাজার নারী উপকৃত ও অনুপ্রাণিত হবেন বলে উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা।

ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এই নতুন কলেবরে পথচলার আয়োজনে সকলে একযোগে সি এম এস এম ই উদ্যোক্তা  নারী উদ্যোক্তা, নবীন ও তরুণ উদ্যোক্তাদের জন্য একযোগে কাজ করা ও ব্যবসা সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম ও শিল্প উন্নয়ন কর্মী চ্যানেল আই এর উপস্থাপক অপু মাহফুজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here