এক ছাদের নীচে এত কিছু!

0

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হওয়া ১০ম জাতীয় এসএমএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে হাতে তৈরি নানা পণ্য। বাহারি পণ্যের পসরায় সমৃদ্ধ চারপাশ। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিক সব পণ্যের সাথে পরিচিত করিয়ে দেওয়াই এসএমই পণ্যমেলার উদ্দেশ্য। সহনীয় দাম এবং মানসম্মত হওয়ায় মেলায় এসে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে।

যেমন অনেকে চাল-ডালও কিনছেন মেলায় এসে। কে না জানে যে, নানা ধরনের চাল-ডাল কিংবা মশলার ক্ষেত্রে আছে ভিন্নতা। বাজারে একই ধরনের পণ্য মিললেও মেলায় আসা পণ্যগুলো কিছুটা ব্যতিক্রমী। মানসম্মত উৎপাদন ব্যবস্থা এবং কৃষক পর্যায় থেকে সরাসরি আনা নিরাপদ খাবার নিয়ে এসএমই মেলায় অংশ নিয়েছে ‘সন্ধি বাজার’।

প্রতিষ্ঠানটির কর্ণধার জেসমিন আখতার নিলা বলেন, ‘আমরা নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করি। দ্বিতীয়বার মেলায় অংশ নিয়েছি৷ যেহেতু আমরা অনলাইনভিত্তিক কাজ করি, তাই মেলায় অংশ নিয়েছি যাতে আমাদের পণ্যকে সবার সাথে পরিচিত করতে পারি। এছাড়াও ক্রেতাদের ফিডব্যাক নিচ্ছি, তাদের পছন্দ-অপছন্দগুলো জানতে পারছি।’

শুধু খাদ্যপণ্য নয়, ঘর সাজানো নানা উপকরণ নিয়ে এসেছেন অনেক উদ্যোক্তা। হাতে তৈরি এসব পণ্যে আগ্রহী হচ্ছেন দর্শনার্থীরা।

তরুণ প্রজন্মের অনেকে হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করেন। পাট, শামুক, মুক্তা, হ্যান্ডপেইন্ট এবং রেজিনের বাহারি ডিজাইনের গহনা নিয়ে মেলায় এসেছেন কানিজ ফারহিন পান্থি। তিনি বলেন, আমরা শুরু থেকেই খুব সাড়া পাচ্ছি। আশা করছি, মেলার বাকি দিনগুলোতেও ভালো সাড়া পাবো৷

মেলার চতুর্থদিন রোববারও দর্শনার্থী-ক্রেতা ছিল চোখে পড়ার মতো। তাদের একজন পুরান ঢাকা থেকে আসা হুমায়রা হিমু। গৃহস্থালি পণ্যের কেনাকাটা সেরে নিয়েছেন মেলা থেকে। তিনি বলেন, ‘এটি এমন একটি মেলা যেখানে সব ধরনের পণ্য পাওয়া যায়। বিলুপ্তপ্রায় পণ্যগুলো আমরা এখানে খুঁজে পাই। দেশী পণ্য প্রমোট করার একটি উপযুক্ত প্লাটফর্ম এটি।’

ঐতিহ্যবাহী কাশা-পিতলের তৈজসপত্র ক্রেতা দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে এসএমই পণ্যমেলায়। এছাড়ও মেলায় উদ্যোক্তারা এনেছেন নানা ধরনের নকশীকাঁথা। নকশীর বুননে ফুটে উঠেছে শত বছরের ঐতিহ্য।

উদ্যোক্তারা বলছেন, অর্থায়ন এবং বাজারজাতকরণ নিশ্চিত হলে অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখবে ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্প।

আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এসএমই পণ্যমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here