ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়সহ ব্যবসায়িক কার্য সম্পাদন করার প্রক্রিয়াই মূলত ই-কমার্স।
এসএমই ফাউন্ডেশন সরকারের লক্ষ্য ‘রূপকল্প ২০২১ঃ ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা এবং জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা এর আলোকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় দক্ষতা বৃদ্ধিতে ডিজিটাল কমার্স বিষয়ক প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম দক্ষতার সাথে নিয়মিত আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ৩ দিন ব্যাপী ই-কমার্স প্রশিক্ষণ চলছে। আজ দ্বিতীয় দিন। প্রশিক্ষণ চলবে আগামীকালও।
প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য ডিজিটাল কমার্স বিষয়ক প্রাথমিক ধারণা, বিভিন্ন কৌশল, বাজারজাতকরণের ধারণা, নিজস্ব ব্রান্ডের প্রচার এবং ক্রেতাদের সাথে যোগাযোগ বজায় রাখা বিষয়ে ধারণা প্রদান।
সোশ্যাল কমার্স ফর এসএমই বিষয়ক প্রশিক্ষণে থাকছে সোশ্যাল কমার্স ধারণা, পণ্য মার্কেটিং, ফেসবুকে এবং ইউটিউবে পণ্য বিপণন।
প্রশিক্ষণের বিষয় ছিল- How to start Digital Commerce. Social Commerce for SMEs and Digital Marketing for SME products.
প্রশিক্ষণার্থীর যোগ্যতা থাকতে হবে উদ্যোক্তা বা উদ্যোক্তার প্রতিষ্ঠান হতে মনোনীত ব্যক্তি, ন্যূনতম এসএসসি পাস, কম্পিউটারে দক্ষতা, ট্রেড লাইসেন্স, ইন্টারনেট এবং ই-মেইলে অভ্যস্ত।
প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ সমূহের তাত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানের উপর অধিক গুরুত্বারোপ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা