‘আমরা নারী আমরা উদ্যোক্তা’ অর্থাৎ Wwwe গ্রুপের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। নতুন যাত্রায় অফিসটি উদ্বোধন করেন রাহিমা আক্তার সুইটি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
শনিবার ‘আমরা নারী আমরা উদ্যোক্তা’ ফেসবুক অনলাইনের গ্রুপের প্রধান কার্যালয় উদ্বোধন হয় দক্ষিণ বনশ্রী খিলগাঁও ইস্টার্ন বনবীথি শপিং কমপ্লেক্সে।
গ্রুপের প্রধান রাহিমা আক্তার সুইটি জানান, গ্রুপটির শুরু হয়েছিল ২০২১ এর সেপ্টেম্বর মাসে। এখানে এখন এক লাখ ৫২ হাজার মেম্বার।
“আমি তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। আমার সব সময় চেষ্টা থাকে যেসব নারী পিছিয়ে রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করে তোলা। এছাড়াও অফিস উদ্বোধনের মূল উদ্দেশ্য হলো, সরকার এবং উদ্যোক্তাদের মধ্যে ঋণসহ বিভিন্ন বিষয়ে সমন্বয় ও সহযোগিতা করা,” বলে জানান তিনি।
সেসময় উপস্থিত ছিলেন ফারজানা ইয়াসমিন (কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন); মুহাদ্দিসুল ইসলাম প্রবাল (ম্যানেজার, পদ্মা ব্যাংক লিমিটেড); নাসিমা আক্তার নিশা (প্রতিষ্ঠাতা, উইমেন এন্ড ই-কমার্স ফোরাম, উই); মোহাম্মদ মাকসুদ হোসেন মহসিন (কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন); ডা. আনোয়ার ফরাজী ইমন (চেয়ারম্যান, ফরাজী হাসপাতাল লিমিটেড এন্ড রিসার্চ সেন্টার); এবং আনিসুর রহমান আনিস (কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)।
wwwe পেজের এডমিন আফরোজ পপি বলেন: আমি শুরু থেকেই এই গ্রুপটির সাথে আছি। যখন থেকে অল্প অল্প করে এই গ্রুপটির মেম্বার বাড়ছিল, তখন থেকে আমি সুইটি আপার পাশে থেকে কাজ করে গেছি। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল একটি অফিস নেওয়ার। আজ অফিসটি উদ্বোধনের মাধ্যমে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়েছে।
উদ্যোক্তা আয়েশা আক্তার বলেন, আমি আজ অত্যন্ত আনন্দ বোধ করছি। আমাদের কাজের সুবিধার জন্য এ অফিসটি যাত্রা শুরু হয়েছে। আশা করি খুব দ্রুত এ অফিসের সহযোগিতার মাধ্যমে অনেক তরুণ উদ্যোক্তা স্বাবলম্বী হবেন, অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা