শীত মানেই পিঠা পুলি আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজধানীতে। তারই ধারাবাহিকতায় সুরের ধারা আয়োজন করে ৩ দিনব্যাপী পৌষ উৎসব ১৪২৯। প্রধান সহযোগী ছিল oikko.com.bd.
বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হয় এই উৎসব।
মেলায় ৪০ টি স্টলে উদ্যোক্তারা হাজির হন তাদের বহুমুখী পণ্য নিয়ে। হাতে তৈরি বিভিন্ন প্রসাধন পণ্য সামগ্রী, দেশি পোশাক, মাটির তৈরি বিভিন্ন পণ্য, হ্যান্ডমেড জুয়েলারি, বাদ্যযন্ত্র এবং বাহারি ধরনের পিঠাপুলি ছিল আয়োজনে।

মেলায় আসা আলোশিখা হ্যান্ডিক্রাফটস এর কর্ণধার মিনু মাগ্দালেনা উদ্যোক্তা বার্তাকে বলেন, “আমি প্রায় ৩৫ বছর ধরে বরিশালের অসহায় নারীদের নিয়ে কাজ করছি। মেলায় অংশ নিয়ে অনেক ভালো লাগছে।”
বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্র নিয়ে মেলায় ছিলেন বংশীবাদক রমেন। তিনি বলেন, “চারুকলার সামনে আমার বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। বংশপরম্পরায় এই কাজটা আমরা করে আসছি। তরুণ প্রজন্মের অনেকেই বিলুপ্ত প্রায় বাদ্যযন্ত্র সম্পর্কে জানে না। তাদেরকে বাদ্যযন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মেলায় আসা।”

মেলার আয়োজক এবং সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা তার বক্তব্যে বলেন, ‘আমরা সুরের ধারা পরিবার সবার কাছে কৃতজ্ঞ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা বরাবরই চেষ্টা করি ভালো একটা আয়োজন উপহার দেওয়ার। এবারও আমাদের সেরা অনুষ্ঠান উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করেছি।’
মেলার বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য বিভিন্ন রাইড।
১২ জানুয়ারি শুরু হয়ে এই মেলা শেষ হয় ১৪ জানুয়ারি।
সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা