oikko.com.bd চ্যানেল আই বিজয় মেলায় সর্বস্তরে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠার আহ্বান

0

মহান বিজয় দিবসে অনুষ্ঠিত হলো ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই বিজয় মেলা। বিজয় দিবসের সকালে চ্যানেল আই চেতনা চত্বরে বিজয় মেলায় মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনেরা সর্বস্তরে স্বাধীনতার মূল্যবোধকে প্রতিষ্ঠা করার আহবান জানান।

বেলুন এবং পায়রা উড়িয়ে মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তির গানের শিল্পী এবং স্বাধীন বাংলার ফুটবল দলের সদস্যরা মেলা উদ্বোধন করেন। সেসময় চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু শ্রদ্ধাভরে সহযোদ্ধা এবং শহীদদের স্মরণ করে বলেন, ‘এই বিজয় অনেক দুঃখ বেদনার মাঝ দিয়ে এসেছে। এটি আমাদের জন্য বিশাল ব্যাপার আমরা ৫১ বছর পার করে ৫২ তে পা রাখলাম। এই দেশকে ভালোবেসে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে৷ আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা যেটুকু বাংলাদেশকে দিতে পেরেছি, সামনে আরও বেশি দিতে হবে। সেই লক্ষ্যে আমাদের একসাথে কাজ করতে হবে।’

ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই’র পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘আজ বাঙালির সবচেয়ে আনন্দের দিন। তবে এই দিনটিকে শুধু ইতিহাস আর গৌরবের দিন হিসেবে চিহ্নিত করলেই হবে না, মুঠোফোনে মেসেজে শুভেচ্ছা বিনিময় করলেই হবে না; মনে রাখতে হবে ৫১ বছর আগে কীভাবে আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীনতার মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হবে৷ তাহলেই তরুণ প্রজন্মের কাছে স্বাধীনতার বার্তা পৌঁছানো সম্ভব হবে।’

ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই বিজয় মেলায় দেশের এসএমই উদ্যোক্তাদের পক্ষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান বলেন, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই স্বপ্ন পূরণে এসএমই উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন।

মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত হয়ে দেশকে সেবা করার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করলে দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

আয়োজনে ১০ জন বিশেষ চাহিদার বীর মুক্তিযোদ্ধাকে প্রতীকী সম্মাননা জানানো হয়। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ৫০ হাজার টাকা করে সম্মানী এবং ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

oikko.com.bd চ্যানেল আই বিজয় মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। উপস্থাপনা করেন দিলরুবা সাথী এবং মনামী। পরিচালনা করেন আমীরুল ইসলাম।

মেলায় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের পাশাপাশি বিজয়ের চেতনাকে ধারণ করে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ বিশিষ্ট শিল্পীরা শিশুদের সঙ্গে নিয়ে ক্যানভাসে নানা রঙে মুক্তিযুদ্ধকে তুলে ধরেন।

বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর ছিল আয়োজন।

মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিল এসএমই উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম oikko.com.bd এর স্টল।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here