ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিএসএইচআরএম আজ ধানমন্ডির একাত্তর মিলনায়তনে যৌথভাবে আয়োজন করেছে ‘এইচআর কার্নিভাল-২০১৮’।
সকাল ৯ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে রাত ৯ টা পর্যন্ত। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডিআইইউ এর বিজনেস ডিপার্টমেন্টের শতাধিক ছাত্র ছাত্রীবৃন্দ ।

‘এইচআর কার্নিভাল’ এ উপস্থিত থেকে এর শুভ সূচনা করেন হামিদুল হক খান, ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; মোঃ মাশেকুর রহমান খান, পিএইচএফ, প্রেসিডেন্ট, বিএসএইচআরএম; আবুল হাসেম মজুমদার, জেনারেল সেক্রেটারি, বিএসএইচআরএম; মোহাম্মাদ মুরাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি, বিএসএইচআরএম; শিরিন চৌধুরী, ইসি মেম্বার; মুনির হাসান খান, ফাউন্ডার অ্যান্ড সিইও, ইম্প্রা কনসালটিং, ইন্টারন্যাশনাল ইউএসএ; ড. মোহাম্মাদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গৌরাং চন্দ্র দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর অ্যান্ড হেড অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ, ডিইউ।
অনুষ্ঠানটির উদ্বোধন কার্যক্রম শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, “একজন উদ্যোক্তাকে তার লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার জ্ঞান আহরণ করতে হবে এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে তাকে সকল বাধা বিপত্তিগুলোকে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আগে থেকেই গবেষণা করতে হবে।“

কার্নিভালে বিচারক প্যানেলে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, ডিআইইউ এর ইসি মেম্বারগণ ও শিক্ষকমন্ডলী। উল্লেখ্য, অনুষ্ঠানটি মোট ৬টি ইভেন্টে বিভক্ত হয়ে আয়োজিত হচ্ছে।
ক্যারিয়ার টক ইভেন্টে সকল প্রশিক্ষণার্থীদের ক্যারিয়ার গড়ার জন্যে তারা যে বিষয়গুলোতে সতর্ক থাকবে এবং যেভাবে পরিকল্পিতভাবে নিজেদের উদ্যোগে এগিয়ে যাবে তা নিয়ে আলোচনা করা হয়।
এইচআর কেস কম্পিটিশনে ডিআইইউ এর শিক্ষক এবং ইসি মেম্বারগণ প্রশিক্ষণার্থীদের এইচআর ডিপার্টমেন্ট সম্পর্কিত ২টি কেস দেন, যা ডিআইইউ এর প্রশিক্ষণার্থীগণ ১০টি টিমে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে সমাধান করে।

সিভি মেকিং কম্পিটিশনে ১০টি টিমে ভাগ হয়ে প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করে। তারা নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক মানের সিভি তৈরী করেন এবং সেখান থেকে ডিআইইউ’র শিক্ষক এবং ইসি মেম্বারগণ ৩টি সিভি নির্বাচন করেন। নির্বাচিত সিভি থেকে বিচারক প্যানেল প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে সিভি তৈরীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মোট ১০ জনকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে অনুষ্ঠানের সমাপ্তিতে।

এইচআর গেম প্লেয়িং ইভেন্টে প্রশিক্ষণার্থীদের ১০টি টিম অংশগ্রহণ করে। সেখানে গেম পরিচালনার মাধ্যমে টিম ওয়ার্কিং এর বাস্তবিক প্রভাব সম্পর্কে তুলে ধরা হয় এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় এইচআর ক্রস ফাংশনাল এলায়েন্স ইভেন্ট।
জেবুননেসা প্রীতি
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা
ইকবাল হোসেন
ফটো জার্নালিস্ট এসএমই ডিভিশন ,উদ্যোক্তা বার্তা