ফরিদপুরে সমাপ্ত হল ইউরোপীয় ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এবং ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরামে’র আয়োজনে ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং শীর্ষক’ ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। ফরিদপুরের বনগ্রামের সপ্তগ্রাম নারী স্বর্নিভর পরিষদের প্রশিক্ষণ কক্ষে এ কোর্সের আয়োজন করা হয়।
এতে ২৫ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ব্যাংকিং এবং অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। যেসব ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসা সম্প্রসার এবং ব্যাংক থেকে অর্থায়ন উপযোগী করে তুলতে এ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
৮টি জেলা ও উপজেলা শহরে ২৫ জন করে মোট আড়াইশ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম।
ডেস্ক রিপোর্ট