দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু হল ২৩ জেলার আঞ্চলিক “এসএমই পণ্য মেলা ২০১৯”।
১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আনওয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এবং এসএমই ফাউন্ডেশনের মহা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। সাত দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আনওয়ার হোসেন বলেন, উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরি হলে বেকারত্ব দূর হবে। চাপাইনবাবগঞ্জের নারী এবং পুরুষদের উদ্যোক্তা হওয়ার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তারা মোট ৫২ টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেছেন। মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়ার, খাদ্যদ্রব্যসহ দেশীয় পণ্যের এক বিশাল সমাহার রয়েছে। এছাড়াও মেলায় দেশীয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজশাহী থেকে রাইদুল ইসলাম শুভ
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা