দেশের সর্ববৃহৎ অমনিচ্যানেল প্ল্যাটফর্ম তৈরি করেছে এপেক্স

0

জনপ্রিয় ব্র্যান্ডটির ওয়েবসাইট apex4u.com কে নতুন করে সাজিয়ে আরো কার্যকর, সহজ এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক করে এই অমনিচ্যানেল তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এপেক্স জানায়, নতুন করে ওয়েবসাইটটি এমন শক্তিশালী করা হয়েছে যেখানে ক্রেতা নিরবচ্ছিন্নভাবে পণ্য অনুসন্ধান, পণ্যের দ্রুত সরবরাহ, নিরাপদ পেমেন্ট, কার্যকর অর্ডার, সুবিন্যস্ত অর্ডার লাইফসাইকেল এবং নিরাপদ রেজিস্ট্রেশন ও সাইন-ইন সুবিধা পাবেন।
ওয়েবসাইটটির আপগ্রেডেড নেভিগেশন সিস্টেমের মাধ্যমে চাহিদা অনুযায়ী জুতা খুঁজে পাওয়া এখন আগের চেয়ে সহজ হবে, জানায় এপেক্স।
এপেক্স আরও জানায়, ওয়েবসাইটের নতুন ফিচারগুলো কাস্টমার ব্যবস্থাপনা, রিয়েল-টাইম আপডেট, মূল্য নির্ধারণ এবং অর্ডার ম্যানেজমেন্টের পাশাপাশি উন্নত কর্মক্ষমতার সমন্বয়ে ভোক্তাদের জন্য নির্বিঘ্ন সেবা দিবে।
একইসঙ্গে, এক্সপ্রেস ডেলিভারি টিমের সাহায্যে দেশের ৬৪টি জেলায় দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে এপেক্স। এপেক্স-এর সকল স্টোর ওয়েবসাইটের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে ওয়েবসাইটটিকে দেশের বৃহত্তম অমনিচ্যানেল প্ল্যাটফর্ম হিসাবে পরিণত করবে, মনে করে এপেক্স।
এই অমনিচ্যানেলের মাধ্যমে গ্রাহক সকল আউটলেটের যৌথ স্টক থেকে বিস্তৃত কালেকশন উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা তাদের পছন্দের পণ্যগুলো নিকটস্থ আউটলেট থেকে অর্ডার করার সুযোগও পাবেন। ফলে, সবাই এখন সহজেই বিস্তৃত পণ্য পরিসর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার পাশাপাশি, হাইপার-লোকাল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here